রামাচন্দ্রণ প্লট দেখলেই যেন আপনি বুঝে ফেলতে পারেন আপনার রেজাল্টে পাওয়া প্রোটিনটার হোমোলোজি মডেলিং এর অবস্থা সঙ্গিন নাকি অসাম, সেইজন্যে এই লেকচারটি দেয়া। এটা দেখার পর আপনি সহজেই আপনার প্রোটিনের টরশন এঙ্গেলগুলোর রামাচন্দ্রণ প্লট দেখে হেহেহেঃ করতে করতে বুঝে যাবেন।
আর দেরী না করে দেখে ফেলুন। আর একটুও যদি উপকৃত হোন তাইলে আমার জন্যে দুয়া করতে ভুলবেননা যেন :)