রামাচন্দ্রণ প্লট বুঝতে হলে (এটা বায়োইনফর্মেটিক্সের একটা দাঁত খিঁচানো টপিক বলে মনে হয়, কিন্তু আসলে একদম সোজা। প্রোটিন মডেলিং করতে গেলে এই জিনিসগুলা একটু জানা লাগে) আগে টরশন এঙ্গেল বুঝতে হয়। এখানে সেইটাই সহজ করে বুঝানোর চেষ্টা করা হয়েছে। আমার দেশের একজনও যদি উপকৃত হয়, তাহলে বুঝবো পরিশ্রম সার্থক।
২য় ভিডিও টির নাম (এর পরের ভিডিও) "টরশন এঙ্গেলের পর রামাচন্দ্রণ প্লট"।
আসিতেছে শীঘ্রই।