‘ওরা আমাকে একা পেয়েই…!’ তৃণমূল পঞ্চায়েত প্রধানের হাড়হিম করা অভিযোগ নিজের দলের কর্মীদের বিরুদ্ধেই
2025-05-24 572 Dailymotion
দলের কর্মীদের বিরুদ্ধেই হামলার হুমকির অভিযোগ। বীরভূমের কুশমোড় ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের অভিযোগ। অপহরণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পঞ্চায়েত প্রধানের মতে কাজ না দেওয়ায় প্রতিহিংসাবশত এই হামলার চেষ্টা।