হালিশহরের শিব মন্দিরকে টার্গেট করে চরম তাণ্ডব! পথে নেমে প্রতিবাদ বিজেপির!
2025-05-24 2,197 Dailymotion
হালিশহরের ৯ নম্বর ওয়ার্ডের একটি শিব মন্দির ভাঙচুর ঘিরে চাঞ্চল্য। ঘটনায় চরম ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। পথে নেমে তীব্র প্রতিবাদ বিজেপির। কে বা কারা ভাঙচুর করেছে তা এখনও জানা যায়নি। দোষীদের গ্রেফতার ও মন্দির পুনর্নির্মাণের দাবি তুলেছেন স্থানীয়রা।