কান্দিতে সেনা জওয়ানের পরিবারের উপরই দুষ্কৃতী হামলা! হাসপাতাল ভর্তি মা-মেয়ে
2025-05-23 1,885 Dailymotion
কান্দিতে এক সেনা জওয়ানের পরিবারের উপর দুষ্কৃতী হামলা। জওয়ানের স্ত্রী ও মেয়ে বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। জাওয়ানের ছেলেকেও মারা হয় বলে অভিযোগ। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন জাওয়ান।