¡Sorpréndeme!

‘মদ্যপ’ চালকের লরির ধাক্কায় সর্বনাশ! উত্তাল মহেশতলা, রাস্তায় জনতা-বিক্ষোভ

2025-05-23 1,284 Dailymotion

মহেশতলায় বালি বোঝাই লরির ধাক্কায় নিহত ১২ বছরের এক শিশু। স্থানীয়দের দাবি ট্রাক চালক ও খালাসী মদ্যপ অবস্থায় ছিল। জনতা লরিটিকে ধরে ভাঙচুর চালায়। পুলিশ ও RAF এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে আটক হয়েছে ট্রাক চালক ও খালাসী।