সাঁই সাঁই করে আসছে ড্রোন, তারপরই এক বিকট বিস্ফোরণ! তছনছ রাজৌরি-উধমপুর
2025-05-10 4,685 Dailymotion
জম্মু ও কাশ্মীরের রাজৌরি, পুঞ্চ, আখনুর এবং উধমপুরে রাতভর পাকিস্তানের ড্রোন হামলা। হামলায় বহু ঘরবাড়ি ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত। ড্রোন হামলা ঠেকাতে সীমান্তজুড়ে চালু এয়ার সাইরেন ও ব্ল্যাকআউট ব্যবস্থা। সক্রিয় করা হয়েছে ভারতের কাউন্টার-ড্রোন সিস্টেম।