¡Sorpréndeme!

রায়গঞ্জকে ভালোবেসে থাকাই কাল, রাস্তায় পরিযায়ী পাখিদের মৃত্যুমিছিল !

2025-05-05 69 Dailymotion

মাত্র আধঘণ্টার ঝড়বৃষ্টিতে তছনছ হয়ে গেল রায়গঞ্জকে ভালোবেসে থেকে যাওয়া হাজারেরও বেশি পরিযায়ী পাখিদের ঘর। সাধারণ মানুষ হাঁসফাঁস করা গরমের হাত থেকে সাময়িক স্বস্তি পেলেও ঝড়ের দাপটে মৃত্যু হল প্রায় 100টি পক্ষীশাবকের। অসুস্থ অবস্থায় আস্থানার খোঁজে এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছিল শাবকের দল। দেশ-বিদেশের পশুপ্রেমী থেকে পর্যটকদের আকর্ষণের জায়গা রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাস ৷ 

প্রতিবছরই সুদূর সাইবেরিয়া থেকে পরিযায়ী পাখিদের দল এই পক্ষীনিবাসে এসে ঘর বাঁধে জুন-জুলাই মাসে। এখানেই তারা প্রজনন ঘটিয়ে পক্ষীশাবকের জন্ম দিয়ে ফেব্রুয়ারির শেষে ফিরে যায় নিজ নিজ দেশে। কিন্তু, বেশকিছু পাখি রায়গঞ্জকে ভালোবেসে ঘড় বেঁধে থেকে যায় রায়গঞ্জের তুলসিতলা, মিলনপাড়া, রবিন্দ্রপল্লী-সহ রায়গঞ্জের বেশকিছু পাড়ায়। 

প্রাকৃতিক আবহাওয়ার পরিবর্তনের ফলে এই পাখির দলই ফের প্রজনন ঘটিয়ে জন্ম দেয় পক্ষীশাবকের। রবিবারের বিকেলের ঝড়ই কাল হল পাখি-সহ তাদের শাবকদের। ঝড়ের দাপটে মৃত্যু হল প্রায় 100টি পক্ষীশাবকের ৷ পিপলস ফর অ্যানিম্যালসের সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, "ভালোবাসার টানেই হোক কিংবা পরিবেশগত কারণেই, এই পরিযায়ী পাখিদের মধ্যে লিটল এগ্রেট ও নাইট হেরন জাতীয় পাখিরা এখানে বিভিন্ন পাড়ায় থেকে যায়। রবিবারের বিকেলের ঝড়ে বেশকিছু পাখির মৃত্যু ও আহত হয়েছে। তিনি চান, বন দফতর আহতদের চিকিৎসার ব্যবস্থা করুক।"