জামালপুরের সরিষাবাড়ীতে ড্রাইভিং লাইসেন্সের জন্য টাকা না দেওয়ায় নুরজাহান আক্তার সাথী নামে এক গৃহবধূকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী রনি তালুকদারের বিরুদ্ধে। গত বুধবার রাতে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি কান্দারপাড়া বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে সাথী বেগম সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৪ মাস আগে রনি তালুকদারের সাথে সাথী বেগমের বিয়ে হয়। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিবাহ ছিল। বিয়ের পর থেকেই তাদের মধ্যে সাংসারিক ঝামেলা চলছিল। ঘটনার রাতে রনি তার স্ত্রীর কাছে ড্রাইভিং লাইসেন্স করার জন্য টাকা চাইলে সাথী বেগম অপারগতা জানান। এতে ক্ষিপ্ত হয়ে রনি ও তার ভাই মিলে সাথীকে মারধর করে গুরুতর আহত করে।
খবর পেয়ে পুলিশ সাথীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন:
👉 https://mission90.news
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন:
👉 https://www.youtube.com/@Mission90news247
আমাদের ফেসবুক পেজে লাইক দিন:
👉 https://www.facebook.com/mission90.news
ভিডিও কভারেজ দেখতে এখানে ক্লিক করুন:
👉 https://www.facebook.com/mission90.tv
আমাদের কপিরাইট নীতিমালা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন:
👉 https://mission90.news/copyright-policy/
#জামালপুর #সরিষাবাড়ী #গৃহবধূনির্যাতন #নারী_নির্যাতন #পাষণ্ডস্বামী #নির্যাতন #Mission90News