¡Sorpréndeme!

Kashmir News: দশকের পর দশক জঙ্গিদের মদত, উল্টে পাকিস্তানের আস্ফালন!

2025-05-02 2 Dailymotion

ABP Ananda Live: দশকের পর দশক জঙ্গিদের মদত, উল্টে পাকিস্তানের আস্ফালন! সিন্ধু দিয়ে হয় জল, না হয় রক্ত, হুঙ্কার বেনজির পুত্র বিলাবলের! একদিকে নওয়াজের সতর্কবার্তা, উল্টো সুরে বিলাবলের আস্ফালন। পহেলগাঁও-এ ২৫ জন নিরীহ হিনদুকে খুনের পর ক্ষোভে ফুঁসছে দেশ। এর মধ্যেও থামছে না পাক উস্কানি। সিনধুু দিয়ে হয় জল বইবে, না হয় রক্ত। হামলা করলে আবার যুদ্ধের জন্য তৈরি। পুরনো সুরেই ফের একবার ভারতকে হুঁশিয়ারি দিতে শোনা গেল পাকিস্তান পিপল্ স পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টোকে। পাকিস্তানের ওপর প্রত্য়াঘাতের দাবি যেমন ক্রমশ জোরাল হচ্ছে, তেমন জঙ্গিদের খুঁজে বার করতেও চলছে লাগাতার অভিযান। বৃহস্পতিবারই বৈসরনে পৌঁছে যান NIA-র ডিজি। যেখানে জঙ্গিরা হত্য়ালীলা চালিয়েছিল, সেই জায়গা ঘুরে দেখেন তিনি। ১১৬ নম্বর CRPF ক্যাম্পে এসে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন NIA-র ডিজি। সূত্রের দাবি, থ্রি ডি ম্যাপিং, ফরেনসিক তথ্য়প্রমাণ সংগ্রহ ও হামলার পুনর্নির্মাণ করে NIA জানার চেষ্টা করছে, জঙ্গিরা কোন পথে এসেছিল? হামলার পর কোন পথে পালিয়েছে? গোয়েন্দা সূত্রে দাবি, এই মুহূর্তে কাশ্মীরের মোট ১৪ জন জঙ্গি সক্রিয় রয়েছে, যারা পাক জঙ্গিদেরকে মদত জুগিয়েছিল। প্রত্যেকের বয়স ২০ থেকে ৪০ এর মধ্যে। পাকিস্তানের জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন, লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ রয়েছে এদের। সূত্রের দাবি, NIA-এর হাতে ১৪ জন জঙ্গির তালিকা ইতিমধ্য়ে পৌঁছে গেছে।