¡Sorpréndeme!

Kolkata News: সেক্টর ফাইভে ভয়াবহ আগুন, তীব্র আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

2025-05-02 0 Dailymotion

ABP Ananda Live: সেক্টর ফাইভে ভয়াবহ আগুন, তীব্র আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন। এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে শহরের অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে। কয়েকদিন আগেই বড়বাজারে আগুনের ঘটনায় প্রাণ হারান ১৪ জন।   




ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় ত্রস্ত পাকিস্তান, জম্মু-কাশ্মীরে উস্কানির চেষ্টা




ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় ত্রস্ত পাকিস্তান। জম্মু-কাশ্মীরে উস্কানির চেষ্টা অব্যাহত। সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে টানা ৮ দিন পাক সেনার গুলিবর্ষণ। রাত হলেই নিয়ন্ত্রণরেখার ওপার থেকে বিনা প্ররোচনায় গুলি ছুড়ছে পাক সেনা। কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, নৌশেরা এবং আখনুর সেক্টরে গুলি চালাচ্ছে পাকিস্তান। পাক সেনার গুলির উত্তরে জবাব দিচ্ছে ভারতীয় সেনা। ভারতের বায়ুসীমা পাকিস্তানের বিমানের জন্য বন্ধ হয়েছে আগেই, সূত্রের খবর, এবার ভারতের জলসীমাও পাকিস্তানের জাহাজের জন্য বন্ধ করা হতে পারে। এই অবস্থায়, দিশাহারা পাকিস্তান। আর তার ফলে, হেনস্থার শিকার হচ্ছেন তাঁদের দেশের নাগরিকরাই। সীমান্ত বন্ধ করে দেওয়ায় আটারিতে আটকে রয়েছেন বহু পাকিস্তানের নাগরিক।