¡Sorpréndeme!

Kolkata news :সল্টলেকের রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকান্ড, কী বললেন দমকলমন্ত্রী সুজিত বোস ?

2025-05-02 0 Dailymotion

saltlake fire news: শহরে ফের বিধ্বংসী অগ্নিকান্ড! এবার সল্টলেক সেক্টর ফাইভে এক রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড। বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় দাউদাউ করে জ্বলে ওঠে গোটা কারখানা। অগ্নিকান্ডের খবর পেতেই স্থানীয়রা পুলিশ প্রশাসনকে জানায়। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।এছাড়াও আরও বেশ কয়েকটি ইঞ্জিন স্ট্যান্ডবাই রাখা হয়। দমকলমন্ত্রী সুজিত বোস জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দমকলকর্মীরা লাগাতার চেষ্টা চালাচ্ছেন আগুন নেভানোর। কারখানার রাসায়নিক দাহ্যপদার্থ যতক্ষণ না শুকায় ততক্ষণ আগুন জ্বলতে থাকে । কালো ধোঁওয়ায় ঢেকে গেছে লাগোয়া এলাকা। কারখানার পার্শ্ববর্তী বহুতল থেকে দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালায় ।




পাকিস্তানকে শায়েস্তা করতে ভারতীয় যুদ্ধবিমানের গর্জন

পাকিস্তানকে শায়েস্তা করতে ভারতীয় যুদ্ধবিমানের গর্জন। যুদ্ধের প্রস্তুতিতে হাইওয়ে থেকেই যুদ্ধবিমানের টেকঅফ। উত্তরপ্রদেশে রাফাল, মিরাজ, জাগুয়ারের শক্তিপ্রদর্শন। গঙ্গা এক্সপ্রেসওয়ে সাড়ে ৩ কিলোমিটারের নাইট ল্যান্ডিং এয়ারস্ট্রিপ। একের পর এক ফাইটার জেটের সঙ্গে কপ্টারেও ভারতীয় সেনার প্রস্তুতি শহরে ফের বিধ্বংসী অগ্নিকান্ড! এবার সল্টলেক সেক্টর ফাইভে এক রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড। বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় দাউদাউ করে জ্বলে ওঠে গোটা কারখানা। অগ্নিকান্ডের খবর পেতেই স্থানীয়রা পুলিশ প্রশাসনকে জানায়। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।এছাড়াও আরও বেশ কয়েকটি ইঞ্জিন স্ট্যান্ডবাই রাখা হয়। দমকলমন্ত্রী সুজিত বোস জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দমকলকর্মীরা লাগাতার চেষ্টা চালাচ্ছেন আগুন নেভানোর। কারখানার রাসায়নিক দাহ্যপদার্থ যতক্ষণ না শুকায় ততক্ষণ আগুন জ্বলতে থাকে । কালো ধোঁওয়ায় ঢেকে গেছে লাগোয়া এলাকা।