¡Sorpréndeme!

Kashmir Attack: পহেলগাঁও হামলার পর ৯ দিন পার, কাশ্মীরজুড়ে চিরুনি তল্লাশি

2025-05-01 0 Dailymotion

ABP Ananda Live: পহেলগাঁও হামলার পর ৯ দিন পার, এখনও অধরা জঙ্গিরা। পহেলগাঁও হামলায় পাকিস্তানকে জবাব দিতে তৈরি ভারত। অল আউট অ্যাকশনে সেনাবাহিনী। জঙ্গি-যোগের প্রমাণ পেলে কড়া পদক্ষেপ করা হবে বলে মাইকে সতর্ক শ্রীনগর পুলিশের। হামলাকারীদের খোঁজে কাশ্মীরজুড়ে চিরুনি তল্লাশি। মাউন্টেন বাইক নিয়ে উপত্যকার জঙ্গলগুলিতে অভিযান চপার ও ড্রোন উড়িয়েও চলছে নজরদারি।