ABP Ananda LIVE: বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ঘটনাস্থলে শুভেন্দু অধিকারী। সঠিক সময়ে দমকল এলে এত মানুষের প্রাণ যেত না' । 'কলকাতায় মানুষ মরছে, আর মুখ্যমন্ত্রী দিঘায় উৎসব পালন করছে' । দমকলমন্ত্রী থেকে মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা বিরোধী দলনেতার' । এখানকার জোড়াসাঁকো থানার পুলিশ বেআইনি কাজের সঙ্গে যুক্ত' । ২০১১ সালের পর থেকে কলকাতা জতুগৃহে পরিণত হয়েছে' । কোনও ভ্রুক্ষেপ নেই রাজ্য সরকারের'