ABP Ananda Live: পহেলগাঁওয়ে গণহত্যা, পাল্টা অ্যাকশনে ভারত, প্রস্তুত ৩ বাহিনী। প্রত্যাঘাতে তিন বাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' প্রধানমন্ত্রীর। সুরাতে পৌঁছল 'আইএনএস সুরাত' যুদ্ধজাহাজ। জানুয়ারি মাসে 'আইএনএস সুরাত' সামিল হয় ভারতীয় নৌসেনায়। আইএনএস সুরাত স্টিল গাইডেড মিসাইল বিধ্বংসী শ্রেণির চতুর্থ জাহাজ। আইএনএস সুরাতের ওজন ৭ হাজার ৪০০ টন, ১৬৪ মিটার লম্বা আইএনএস সুরাতের গতিবেগ : ১ ঘণ্টায় ৬০ কিলোমিটার।
বড়বাজারে অগ্নিকাণ্ডের জের, পার্ক স্ট্রিটে ম্যাগমা হাউসের ৬টি রেস্তোরাঁ বন্ধ
বড়বাজারে অগ্নিকাণ্ডের জের, পার্ক স্ট্রিটে ম্যাগমা হাউসের ৬টি রেস্তোরাঁ বন্ধ। মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পর ৬টি রেস্তোরাঁ বন্ধ করে দিল প্রশাসন। অগ্নি সুরক্ষা বিধি না মানার অভিযোগে বন্ধ করে দেওয়া হল ৬টি রেস্তোরাঁ। অগ্নি সুরক্ষা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পর বন্ধ ৬টি রেস্তোরাঁ। ফের শহরে অগ্নিকাণ্ড। লেকটাউনে দক্ষিণদাঁড়িতে বহুতলে ফিল্ম স্টুডিওতে আগুন। স্টুডিও থেকে কালো ধোঁয়া বেরোতে দমকলে খবর দেয় স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা দমকলের ২টি ইঞ্জিনের। অনেক বহুতলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। সিল করে দেওয়া হবে বড়বাজারের হোটেল। সিঁড়ি বন্ধ থাকায় নামতে পারেননি মানুষ। মন্তব্য মুখ্যমন্ত্রীর। সিস্টেম ছাড়াই চলছে হোটেল। কেউ কেউ ব্যবসায়ীক স্বার্থে আগুন জ্বালান। আপৎকালীন পরিকাঠামো না রাখা ক্ষমার অযোগ্য অপরাধ। বড়বাজারে গিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর।