¡Sorpréndeme!

Jagannath Temple: অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হল দিঘার জগন্নাথ মন্দিরের, কলকাতায় লাইভ দেখলেন সাধারণ মানুষ

2025-05-01 0 Dailymotion

ABP Ananda Live: অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হল দিঘার জগন্নাথ মন্দির। মন্দিরের দ্বারোদঘাটন করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। হল বিভিন্ন সাংসকৃতিক অনুষ্ঠান। আর সেই ছবি যাতে কলকাতাতে বসেই সাধারণ মানুষ দেখতে পারে, সেই কথা মাথায় রেখে লাইভ সম্প্রচার দেখানোর ব্য়বস্থা করলেন তৃণমূলের বিভিন্ন জনপ্রতিনিধি।







বড়বাজারের মেছুয়াবাজার ফলপট্টির হোটেলে বিধ্বংসী আগুন । আগুনের জেরে ১৪ জনের মৃত্যু 




বড়বাজারের মেছুয়াবাজার ফলপট্টির হোটেলে বিধ্বংসী আগুন । আগুনের জেরে এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু প্রবল ধোঁয়ার জেরে দমবন্ধ হওয়ায় বেড়েছে মৃত্যুর সংখ্যা । গতকাল সন্ধে ৭.৩০ নাগাদ আগুন লাগে । হোটেলে রাজ্যের ও ভিনরাজ্যের বাসিন্দারা থাকতেন । আগুনের হাত থেকে বাঁচতে কয়েকজন হোটেলের ছাদে আশ্রয় নেন । হোটেলের উপর তলার কার্নিশ থেকে পড়ে গিয়ে ১ জনের মৃত্যু । ১৩ জনের মৃত্যু হয়েছে প্রবল ধোঁয়ার জেরে । হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকা সত্ত্বেও আগুন ছড়াল কী করে, উঠছে প্রশ্ন । অগ্নিকাণ্ডের তদন্তে SIT গঠন।