¡Sorpréndeme!

Kolkata News: বড়বাজারে হোটেলে আগুন কীভাবে এত ভয়াবহ আকার নিল ? মারাত্মক অভিযোগ স্থানীয়দের | ABP Ananda LIVE

2025-05-01 2 Dailymotion

ABP Ananda LIVE: বড়বাজারে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রাণ কেড়ে নিয়েছে ১৪ জনের। কিন্তু প্রশ্ন হল, হোটেলে আগুন কীভাবে এত ভয়াবহ আকার নিল? এনিয়ে মারাত্মক অভিযোগ করছেন স্থানীয়রা। তাঁদের দাবি, রেস্তোরাঁয় তৈরি করা হচ্ছিল পানশালা। তার জন্য় হোটেলের একতলার সমস্ত জানলা ইটের গাঁথনি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। প্রবল ধোঁয়ায় কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয় হোটেল। দমবন্ধ হয়ে শেষ হয়ে যায় একের পর এক তরতাজা প্রাণ।