ABP Ananda Live: জঙ্গি হামলার পর কাশ্মীরে কার্যত মুখ থুবড়ে পড়েছে পর্যটন ব্যবসা। ইতিমধ্যেই ৪৮টি ট্যুরিস্ট স্পটে পর্যটকের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। বেশিরভাগ পর্যটকই উপত্যাকা ছেড়েছেন। শুনসান ডাললেক। ২২ তারিখে হামলার পর ক্রমশই কমছে ডাল লেকে পর্যটকের সংখ্যা, কী বলছেন শিকারার চালক?