ABP Ananda LIVE: পহেলগাঁওয়ের হত্য়াকারী জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। নারকীয় হামলার প্রত্য়াঘাত চাইছে ভারতবাসী। এরইমধ্যে সীমান্তে লাগাতার গুলি চালাচ্ছে পাকিস্তান। যোগ্য় জবাব দিচ্ছে ভারতও। এই পরিস্থিতিতে যুদ্ধের আশঙ্কায় আগেভাগে প্রস্তুত হচ্ছে ভারত-পাকিস্তান সীমান্তের গ্রামগুলো। দু'দেশের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হলে আতঙ্কে থাকেন নিয়ন্ত্রণরেখা লাগোয়া কুপওয়াড়া, উরি, বারামুলা, রাজৌরির মতো এলাকার বাসিন্দারা। এতদিন বাঙ্কারগুলো গোডাউন হিসেবেব্যবহার করলেও, এবার সেগুলো পরিষ্কার করে তৈরি করে রাখছেন গ্রামবাসীরা।