ABP Ananda LIVE: পহেলগাঁওতে হত্য়ালীলার খবর আগে থেকেই জানত স্থানীয় অপারেটরদের একাংশ? প্রশ্নটা উঠছে, কারণ, গতকাল এই অনুষ্ঠানেই আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম আমরা। যেখানে এক পর্যটক, ঋষি ভট্টর রেকর্ড করা ভিডিওতে দেখা যায়, তাঁর জিপলাইন চড়ার সময়, গুলি চলছে, আর অপারেটর বলছেন আল্লাহ-হু-আকবর। ওই পর্যটকেরও দাবি, জিপলাইন অপারেটরের আচরণ তাঁর সন্দেহজনক মনে হয়েছিল। এই ঘটনার তদন্তে নেমে, জিপলাইনের অপারেটর মোজাম্মিল-সহ এলাকার প্রায় দেড়শো জন বাসিন্দাকে কে জিজ্ঞাসাবাদ করছে NIA। গোয়েন্দাদের নজরে রয়েছেন, স্থানীয় টাটুওয়ালা, টুরিস্ট গাইডরাও।