¡Sorpréndeme!

India Pakistan News: জঙ্গি পাঠিয়ে ভারতকে বারবার আক্রমণ পাকিস্তানের । নেপথ্যে ত্রিভুজ-সমীকরণ

2025-04-30 1 Dailymotion

ABP Ananda LIVE: সরাসরি যুদ্ধে চার-চারবার পরাজিত হওয়ার পর গত কয়েক দশক ধরে জঙ্গি পাঠিয়ে বারবার ভারতকে রক্তাক্ত করছে পাকিস্তান। প্রক্সি ওয়ার চালাচ্ছে। আক্রমণের নেপথ্যে বারবারই উঠে আসে ত্রিভুজ-সমীকরণ। সামনে জঙ্গি সংগঠন। পিছনে পূর্ণ মদত দেয় পাকিস্তানি সেনাবাহিনী ও পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা ISI. এবার পহেলগাঁও-এ হামলার ঘটনাতেও হামলাকারী জঙ্গিদের নেতৃত্ব দিয়েছিল, হাশিম মুসা। যে একটা সময় ছিল পাকিস্তান সেনাবাহিনীর SSG-র কম্য়ান্ডো।