ABP Ananda Live: পহেলগাঁও হামলার পর পাক গোয়েন্দা সংস্থা ISI-এর নতুন ছক প্রকাশ্যে। ভারতকে অশান্ত করার পাক চক্রান্ত ফাঁস! ভারতীয় অফিসারের নাম বলে ফোন করে তথ্য নেওয়ার চেষ্টা! সেনারা যে গাড়িতে যাতায়াত করেন, তার রাস্তা জানার চেষ্টা ISI-এর। হোশিয়ারপুরে সেনা নিয়ে যাওয়া ট্রেনের সম্পর্কেও খোঁজখবর নেওয়ার চেষ্টা। মুকেরিয়া, পাঠানকোট, ভটিন্ডায় ফোন করে গোপন তথ্য নেওয়ার চেষ্টা, খবর সূত্রের। ISI এজেন্টদের ফোনে কথোপকথনের রেকর্ড প্রকাশ্যে।