¡Sorpréndeme!

PM narendra Modi: 'ভারত প্রতিনিয়ত নতুন নতুন মাইলস্টোন স্থাপন করে চলেছে', মন্তব্য প্রধানমন্ত্রীর

2025-04-29 0 Dailymotion

ABP Ananda live: 'ভারত আজ আলাদা আলাদা ক্ষেত্রে প্রতিনিয়ত নতুন নতুন মাইলস্টোন স্থাপন করে চলেছে। বিকশিত ভারতের জন্য আমাদের কাছে সময় কম', নয়াদিল্লিতে মন্তব্য মোদির। নয়াদিল্লিতে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? 'দেশের বাইরেও এখন ভারতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি হয়েছে, শিক্ষাক্ষেত্রে আমূল বদন এসেছে। এইসবই বিকশিত ভারতের লক্ষণ', বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ছিল ড্রোনের মাধ্যমে বোমা ফেলার ছক ! কিন্তু শেষে প্ল্যান বদলায় জঙ্গিরা, নেপথ্যে ভয়াবহ কারণ   ঘন জঙ্গল থেকে ধীরে সুস্থে বেরিয়ে এসে ধর্ম জিজ্ঞাসা করে, ঠান্ডা মাথায় পরপর খুন । হত্যালীলার পর জঙ্গলের পথ ধরেই পালিয়ে যাওয়া।  একেবারে নিখুঁত অপারেশন। সূত্র বলছে, ভৌগলিক অবস্থানের জন্যই পরিকল্পনা করে বাছা হয়েছিল পিরপঞ্জালে ঘেরা দক্ষিণ কাশ্মীরের বৈসরন উপত্যকাকে। ২২ তারিখের সেই ভয়াবহ ঘটনার পর ২৮ তারিখে ঠিক সেই বৈসরনেই এবিপি আনন্দ-র প্রতিনিধি । যা দেখলেন, যা বুঝলেন, যা শুনলেন, তা শিরদাঁড়ায় শীতল স্রোত বইয়ে দেয়।