ABP Ananda LIVE : পহেলগাঁওতে জঙ্গি হামলায় পাক যোগ আরও স্পষ্ট। হামলাকারীদের অন্যতম হাশিম মুসা পাক সেনার সদস্য, খবর সূত্রের। পাক সেনাবাহিনীতে আসিফ ফৌজি নামে পরিচিত ছিল হাশিম মুসা। পাক স্পেশাল ফোর্স SSG-র সদস্য মুসা। এবার কোথায় মুখ লুকোবে পাকিস্তান?নিজেদের দোষের কথা জানে বলেই কি ভয়ে কাঁপছে পাকিস্তান?তাই কি আগেভাগে ভারতের দিক থেকে প্রত্যাঘাতের আশঙ্কা জানিয়ে কাঁদুনি গাইছে পাকিস্তান?রাজৌরিতে যে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ঢুকেছিল, তাদের মধ্যে মুসা ছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে। ২০২৩-এর ডিসেম্বরে পুঞ্চে সেনা কনভয়ে হামলাকাণ্ডে জড়িত থাকতে পারে মুসারা, সন্দেহ গোয়েন্দাদের। ভারতীয় প্রত্যাঘাতের আশঙ্কায় পাকিস্তান। বিমান হানা থেকে বাঁচতে ইসলামাবাদ-লাহৌর আকাশসীমায় বিমান চলাচল বুধবার পর্যন্ত নিষিদ্ধ! : পহেলগাঁও হামলার পর পাক গোয়েন্দা সংস্থা ISI-এর নতুন ছক প্রকাশ্যে। ভারতকে অশান্ত করার পাক চক্রান্ত ফাঁস !ভারতীয় অফিসারের নাম বলে ফোন করে তথ্য নেওয়ার চেষ্টা !সেনারা যে গাড়িতে যাতায়াত করেন, তার রাস্তা জানার চেষ্টা ISI-এর। হোশিয়ারপুরে সেনা নিয়ে যাওয়া ট্রেনের সম্পর্কেও খোঁজখবর নেওয়ার চেষ্টা। মুকেরিয়া, পাঠানকোট, ভটিন্ডায় ফোন করে গোপন তথ্য নেওয়ার চেষ্টা, খবর সূত্রের। ISI এজেন্টদের ফোনে কথোপকথনের রেকর্ড প্রকাশ্যে।