Kashmir News: ঘন জঙ্গল থেকে ধীরে সুস্থে বেরিয়ে এসে ধর্ম জিজ্ঞাসা করে, ঠান্ডা মাথায় পরপর খুন । হত্যালীলার পর জঙ্গলের পথ ধরেই পালিয়ে যাওয়া। একেবারে নিখুঁত অপারেশন। সূত্র বলছে, ভৌগলিক অবস্থানের জন্যই পরিকল্পনা করে বাছা হয়েছিল পিরপঞ্জালে ঘেরা দক্ষিণ কাশ্মীরের বৈসরন উপত্যকাকে। ২২ তারিখের সেই ভয়াবহ ঘটনার পর ২৮ তারিখে ঠিক সেই বৈসরনেই এবিপি আনন্দ-র প্রতিনিধি । যা দেখলেন, যা বুঝলেন, যা শুনলেন, তা শিরদাঁড়ায় শীতল স্রোত বইয়ে দেয়। সূত্রের খবর, হামলার আগে ৪ বার রেকি করেছিল জঙ্গিরা। ড্রোনের মাধ্যমে বোমা বিস্ফোরণের ছকও ছিল জঙ্গিদের। জানা গিয়েছে, শুধু এভাবে হিন্দু হত্যা নয়, হামলাকারীদের পরিকল্পনা ছিল আরও বড়। আরও ভয়ঙ্কর। সেদিনের নিহত শৈলেশভাই হিম্মতভাই কালাথিয়ার স্ত্রী প্রশ্ন তুলেছিলেন, 'আমার অবাক লাগছে যে, ওখানে এত পর্যটক ছিল কিন্তু একজনও সেনা জওয়ান বা পুলিশ ছিল না, কেন?