ABP Ananda LIVE : পরিবার নিয়ে পহেলগাঁও বেড়াতে গিয়ে গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন বাঙালি পর্যটকরা। সন্ত্রাসবাদীদের হাতে হিনদু পর্যটকদের নৃশংস হত্যার কথা শুনে, বাঁচতে হোটেলে বসে কলমা মুখস্থ করেছেন বালির ব্যবসায়ী। স্ত্রী-মেয়েকেও পড়তে বলেছেন কলমা! অন্যদিকে, ঘোড়ায় বৈসরন উপত্যকার পথে রওনা হতে একটু দেরি হওয়ায়, পরিবার-সহ বরাতজোরে বেঁচে গেছেন বালুরঘাটের বাসিন্দা। কাশ্মীর থেকে প্রাণ হাতে করে ফিরে, এখনও ভয়ঙ্কর ঘটনার কথা ভেবে শিউরে উঠছেন তাঁরা।