ABP Ananda LIVE : ৫ দিন কেটে গেছে। এখনও বৈসারন উপত্য়কায় হামলাকারী জঙ্গিদের ধরা যায়নি। জমমু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে চলছে চিরুনি তল্লাশি। বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হচ্ছে, একের পর জঙ্গিদের বাড়ি। নদী-পাহাড়-জঙ্গল, তল্লাশি থেকে বাদ যাচ্ছে না কিছুই। বৈসারন উপত্য়কার পাশে যে লিডার জঙ্গল, যেখান থেকে জংলা পোশাকে অস্ত্র হাতে বেরিয়ে আসে জঙ্গিরা, সেই এলাকা সিল করে দিয়েছে সেনাবাহিনী। ই-বাইকে চেপে তল্লাশি চালাচ্ছে তারা। পহেলগাঁও থেকে রাজৌরি... ডোডা থেকে কিশতোয়ার... জঙ্গিদের খোঁজে বাড়ি বাড়ি ঢুকে চলছে তল্লাশি অভিযান।