ABP Ananda LIVE : পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পিছনে যে পাকিস্তান রয়েছে, তা আগেই স্পষ্ট হয়ে গেছে। এবার সেকথা কবুল করে নিলেন খোদ পাক সেনার সিনিয়র কমান্ডারও। পাকিস্তানের সেনা, নৌসেনা এবং বায়ুসেনার মধ্য়ে সমন্বয় রক্ষার কাজ করেন পাক সেনার জয়েন্ট স্টাফ কমিটির চেয়ারম্য়ান শাহির শামশাদ মির্জা। সূত্রের দাবি, সেই তিনিই সেনার শীর্ষস্তরের বৈঠকে স্বীকার করে নিয়েছেন--- পহেলগাঁওতে গণহত্য়ার জন্য় জঙ্গিদের উস্কানি দিয়েছিলেন, আর কেউ নন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির! এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে--- পাকিস্তানই যখন এই জঘন্য় হামলার পিছনে নিজেদের যোগ স্বীকার করে নিচ্ছে, তখন আর প্রত্য়াঘাতে দেরি কেন? বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় সেনা একেবারে তৈরি। বিশেষজ্ঞদের মতে, সামরিক শক্তির নিরিখে ভারতের সামনে ধোপে পাকিস্তান ধোপে টিকতে পারবে না। পহেলগাঁও কাণ্ডে মদত দিয়েছিলেন ? এবার নিজের দেশেই প্রশ্নের মুখে খোদ পাক সেনা প্রধান