ABP Ananda LIVE: ৫ দিন পার, এখনও পাক রেঞ্জার্সের হাতে আটক BSF জওয়ানের খোঁজ মেলেনি । চরম উৎকণ্ঠায় রিষড়ার বাড়িতে দিন কাটাচ্ছে পূর্ণমকুমার সাউয়ের পরিবার । ৮ বছরের ছেলেকে নিয়ে স্বামীর কর্মস্থল পাঞ্জাবের পাঠানকোটের উদ্দেশে রওনা দিলেন জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী । সঙ্গে রয়েছেন পরিবারের সদস্যরা । যাওয়ার আগে পাকিস্তানে আটক BSF জওয়ানের স্ত্রী উগরে দিয়েছেন ক্ষোভ । স্বামীকে উদ্ধার করে আনতে না পারলে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী ও অমিত শা-র সঙ্গে দেখা করবেন বলে তিনি জানিয়েছেন সূত্রের খবর, কীভাবে পাক রেঞ্জার্সের হাতে বন্দি BSF জওয়ানকে দেশে ফেরানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে