¡Sorpréndeme!

Kashmir News: কাশ্মীরে হামলার বদলা, পাকিস্তানের ইউটিউব চ্যানেলও ব্যান করল ভারত

2025-04-28 0 Dailymotion

ABP Ananda Live: এবার পাকিস্তানের ইউটিউব চ্যানেলও ব্যান করল ভারত। এর আগে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তান সরকারের সোশাল মিডিয়া, পাক সংবাদমাধ্যমের সোশাল সাইট। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুুপারিশে ডন নিউজ, সামা TV, আরি নিউজ, জিও নিউজ-সহ ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ। পহেলগাঁও হামলার পর থেকে এই ইউটিউব চ্যানেলগুলির মাধ্যমে লাগাতার উস্কানিমূলক, বিভ্রান্তিকর, ভুল তথ্য সম্প্রচারের অভিযোগ। এই কারণেই নিষিদ্ধ করা হয়েছে ১৬টি পাক ইউটিউব চ্যানেলের সম্প্রচার। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, ভারতের প্রত্যাঘাত। কাশ্মীরে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের তালিকা প্রকাশ  জঙ্গি তালিকা প্রকাশ করল জম্মু ও কাশ্মীর পুলিশ। কাশ্মীরের বিভিন্ন এলাকায় সক্রিয় ১৪ জন জঙ্গি। সোপোরে সক্রিয় এক লস্কর জঙ্গি। অবন্তীপুরায় সক্রিয় জৈশ ই মহম্মদের এক জঙ্গি। পুলওয়ামায় লস্কর ও জৈশের ২ জঙ্গি সক্রিয়। সোপিয়ানে এক হিজবুল ও চার লস্কর জঙ্গি সক্রিয় তালিকায় প্রকাশ জম্মু ও কাশ্মীর পুলিশের।