ABP Ananda Live: পহেলগাঁও হামলার চক্রীদের কঠোরতম জবাব দেওয়ার প্রধানমন্ত্রীর হুঙ্কারের মধ্যেই, পাল্টা পরমাণু যুদ্ধের নির্লজ্জ আস্ফালন করছে পাকিস্তান। একই ধরনের উস্কানিমূলক মন্তব্য শোনা গেল পাকিস্তানের রেলমন্ত্রী থেকে পাঞ্জাব প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখে। যদিও পাকিস্তানের এসব ফাঁকা আওয়াজকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না এদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্তারা। পহেলগাঁওয়ে জঙ্গি হানার ৫ দিন পার। এখনও জালে আসেনি হামলায় জড়িত জঙ্গিরা। ডোডা-কিশতোয়ারে তল্লাশি। জঙ্গি হামলার পর থমথমে পহেলগাঁও। বদলে গেছে চেনা ছবি। স্ট্যান্ডে সার দিয়ে দাঁড়িয়ে ট্যাক্সি। নেই পর্যটক। জাতীয় পতাকা ও কালো পতাকা নিয়ে পহেলগাঁওয়ে মিছিল। পহেলগাঁওকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে দেশ। ইতিমধ্যে অ্যাকশনে নেমে পড়েছে সেনা। উপত্যকায় চলছে অভিযান। তার মধ্যেই শক্তিপ্রদর্শনের নতুন ভিডিও পোস্ট ভারতীয় সেনার। পহেলগাঁওয়ের বদলা চায় দেশ। অ্যাকশনে সেনা। বিস্ফোরণে উড়ছে একের পর এক জঙ্গির বাড়ি।