ABP Ananda Live: জঙ্গিদের গুলি প্রাণ কেড়ে নিয়েছে ২৬ জনের। ভয়ঙ্কর এই জঙ্গি হামলার পর বৈসরণ ভ্যালি পুরোপুরি বন্ধ। পহেলগাঁওয়ে জঙ্গি হানার ৫ দিন পার। এখনও জালে আসেনি হামলায় জড়িত জঙ্গিরা। ডোডা-কিশতোয়ারে তল্লাশি। এবার পাকিস্তানের ইউটিউব চ্যানেলও ব্যান করল ভারত। এর আগে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তান সরকারের সোশাল মিডিয়া, পাক সংবাদমাধ্যমের সোশাল সাইট। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুুপারিশে ডন নিউজ, সামা TV, আরি নিউজ, জিও নিউজ-সহ ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ। পহেলগাঁও হামলার পর থেকে এই ইউটিউব চ্যানেলগুলির মাধ্যমে লাগাতার উস্কানিমূলক, বিভ্রান্তিকর, ভুল তথ্য সম্প্রচারের অভিযোগ। এই কারণেই নিষিদ্ধ করা হয়েছে ১৬টি পাক ইউটিউব চ্যানেলের সম্প্রচার। জঙ্গি হামলার পর থমথমে পহেলগাঁও। বদলে গেছে চেনা ছবি। স্ট্যান্ডে সার দিয়ে দাঁড়িয়ে ট্যাক্সি। নেই পর্যটক। জাতীয় পতাকা ও কালো পতাকা নিয়ে পহেলগাঁওয়ে মিছিল। পহেলগাঁওকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে দেশ। ইতিমধ্যে অ্যাকশনে নেমে পড়েছে সেনা।