ABP Ananda live: কাশ্মীরে ভয়াবহ হামলা, পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আজ মোদি-রাজনাথ বৈঠকের সম্ভাবনা। আজ সকাল ১১টা নাগাদ বৈঠকের সম্ভাবনা মোদি এবং রাজনাথের সিংয়ের। পহেলগাঁওয়ে জঙ্গি হানা, অলআউট অ্যাকশনে ভারত। কাশ্মীরে ধূলিসাৎ জঙ্গিদের বাড়ি। শক্তি প্রদর্শন নৌসেনার। ফের নাম না করে পাকিস্তানকে কড়া জবাবের হুঁশিয়ারি নরেন্দ্র মোদির। পহেলগাঁও হামলার বদলা। ৩দিনে বিস্ফোরণে ধূলিসাৎ ৯ জঙ্গির বাড়ি। কুপওয়াড়া থেকে কুলগাম, পুলওয়ামা থেকে অনন্তনাগ। ১৪ জন স্থানীয় জঙ্গির নাম প্রকাশ করে অভিযান। পহেলগাঁওকাণ্ডে অধরা জঙ্গিরা। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে জমমুর বাস স্ট্যান্ড লাগোয়া হোটেলে হানা। অবন্তীপুরায় নাকা তল্লাশি। পদক্ষেপের ঘোষণা, ভবিষ্যতে বোঝা যাবে কতটা কার্যকর। কবে বদলা ? প্রশ্ন কংগ্রেসের। প্রতীকী হুমকি নয়, পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময়, পোস্ট অভিষেকের। ধানমন্ত্রীর কড়া বার্তার পর দিল্লিতে তুঙ্গে তৎপরতা। চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের সঙ্গে বৈঠক প্রতিরক্ষামন্ত্রীর। পাকিস্তানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা।