ABP Ananda LIVE : পহেলগাঁওয়ে জঙ্গি হানা, অলআউট অ্যাকশনে ভারত। কাশ্মীরে ধূলিসাৎ জঙ্গিদের বাড়ি। শক্তি প্রদর্শন নৌসেনার। ফের নাম না করে পাকিস্তানকে কড়া জবাবের হুঁশিয়ারি নরেন্দ্র মোদির। কাশ্মীরে পরপর প্রত্যাঘাত। রাজস্থানে মরুভূমির পর সমুদ্রে শক্তি প্রদর্শন। আরব সাগরে ক্ষেপণাস্ত্র ব্রহ্মস-এর গর্জন। পহেলগাঁওকাণ্ডে অধরা জঙ্গিরা। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে জমমুর বাস স্ট্যান্ড লাগোয়া হোটেলে হানা। অবন্তীপুরায় নাকা তল্লাশি। নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। পদক্ষেপের ঘোষণা, ভবিষ্যতে বোঝা যাবে কতটা কার্যকর। কবে বদলা ? প্রশ্ন কংগ্রেসের। প্রতীকী হুমকি নয়, পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময়, পোস্ট অভিষেকের। নরেন্দ্র মোদির হুঙ্কারের পাল্টা পরমাণু যুদ্ধের নির্লজ্জ আস্ফালন পাকিস্তানের। কাশ্মীরজুড়ে সেনা অপারেশন, বিস্ফোরণে পরপর উড়ছে জঙ্গিদের বাড়ি। ‘পহেলগাঁওয়ে নিহতদের পরিবার বিচার পাবেই’, ফের বললেন প্রধানমন্ত্রী। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮। ৪ দিন পার,পাকিস্তানে বন্দি হুগলির BSF জওয়ান, আজ পাঠানকোট যাচ্ছেন স্ত্রী। জল-স্থল-আকাশ, লাগাতার শক্তি প্রদর্শন ভারতের ৩ বাহিনীর। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮। চাপের মুখে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানের। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮। প্রাইমারির ৩২ হাজার চাকরির ভবিষ্যৎ কী? আজ হাইকোর্টে শুরু শুনানি। SSC-র অযোগ্যদের মাইনে ফেরত নিয়েও আজ ফের মামলা শুনবে হাইকোর্টে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।