ABP Ananda LIVE : পহেলগাঁওয়ে জঙ্গি হানা, অলআউট অ্যাকশনে ভারত। কাশ্মীরে ধূলিসাৎ জঙ্গিদের বাড়ি। শক্তি প্রদর্শন নৌসেনার। ফের নাম না করে পাকিস্তানকে কড়া জবাবের হুঁশিয়ারি নরেন্দ্র মোদির। পহেলগাঁও হামলার বদলা। ৩দিনে বিস্ফোরণে ধূলিসাৎ ৯ জঙ্গির বাড়ি। কুপওয়াড়া থেকে কুলগাম, পুলওয়ামা থেকে অনন্তনাগ। ১৪ জন স্থানীয় জঙ্গির নাম প্রকাশ করে অভিযান। পহেলগাঁওকাণ্ডে অধরা জঙ্গিরা। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে জমমুর বাস স্ট্যান্ড লাগোয়া হোটেলে হানা। অবন্তীপুরায় নাকা তল্লাশি।