¡Sorpréndeme!

Udayan Guha : 'উকিল বর্মনকে বাংলাদেশিরা নিয়ে গেছে। কোথায় শুভেন্দু অধিকারী ?', আক্রমণে উদয়ন গুহ

2025-04-28 0 Dailymotion

ABP Ananda LIVE : বাংলাদেশে জেলবন্দি কৃষক চন্দ্রকান্ত বর্মন ওরফে উকিল বর্মনের মুক্তির দাবি জোরালো হচ্ছে। এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে নিশানা উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর। 'বলা হচ্ছে হিন্দু ধর্ম নাকি বিপদে। উকিল বর্মনকে বাংলাদেশিরা নিয়ে গেছে। কোথায় শুভেন্দু অধিকারী ?', আক্রমণে উদয়ন গুহ।