¡Sorpréndeme!

Kashmir News: বদলে গেছে এলাকার ছবি, থমথমে পহেলগাঁও

2025-04-27 1 Dailymotion

ABP Ananda Live: জঙ্গি হামলার পর থমথমে পহেলগাঁও। গোটা এলাকার ছবি বদলে গেছে। রাস্তার ধার বেয়ে দাঁড়িয়ে রয়েছে ট্যাক্সি। কিন্তু পর্যটক শূন্য। চরম বিপত্তিতে বাণিজ্য ব্যবস্থা। ব্যাপক প্রভাব ফেলেছে কাশ্মীরের অর্থনীতিতে। পহেলগাঁওয়ের বদলা চায় দেশ। অ্যাকশনে সেনা। বিস্ফোরণে উড়ছে একের পর এক জঙ্গির বাড়ি। উপত্যকায় ২দিনে ধূলিসাৎ ৯ জঙ্গির বাড়ি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, পাল্টা প্রত্যাঘাত ভারতের উপত্যকায় একের পর এক জঙ্গির বাড়িতে বিস্ফোরণ । দক্ষিণ কাশ্মীরের কুপওয়াড়ায় গুঁড়িয়ে দেওয়া হল লস্কর-ই-তৈবার জঙ্গির বাড়ি । কুপওয়ারায় বিস্ফোরণে উড়ল জঙ্গি ফারুক আহমেদ তিদওয়ার বাড়ি । এ নিয়ে লস্করের ৬ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। পহেলগাঁওয়ের বদলা চায় দেশ। পাক কব্জায় বিএসএফ জওয়ান, তার বাড়িতে গেলেন বিএসএসফের আধিকারিকরা। আজ পাঠানকোট যাওয়ার কথা আটক বিএসএফ জওয়ানের স্ত্রীর।