ABP Ananda Live: পহেলগাঁওয়ে ২৫ জন নিরীহ হিন্দুকে খুনের পর ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। তারপরেও থামছে না পাক উস্কানি। 'কাশ্মীর পাকিস্তানের গলার শিরা', মন্তব্য খোদ পাক প্রধানমন্ত্রীর। 'পাকিস্তান সবসময় সব ধরণের সন্ত্রাসবাদের নিন্দা করে এসেছে'। পহেলগাঁওকাণ্ডে এবার সরব ইরানের রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে কথা ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের। 'এই ধরণের জঙ্গি হামলার কোনও যৌক্তিকতা নেই'। পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ হিন্দুকে খুনের পর ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এই চরম নাশকতার পর উপত্যকার বিভিন্ন জায়গায় সেনা টহল-নাকা চেকিং। কড়া চিরুনি তল্লাশি। কড়া নজরদারি। পহেলগাঁওকাণ্ডে এবার সরব ইরানের রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে কথা ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের। 'এই ধরণের জঙ্গি হামলার কোনও যৌক্তিকতা নেই'। হেলগাঁওয়ের বদলা চায় দেশ। অ্যাকশনে সেনা।