ABP Ananda Live: এবার জলে জব্দ পাকিস্তান। পহেলগাঁওয়ে রক্ত বন্যা বইয়েছে পাক জঙ্গিরা, পাল্টা ঝিলমের জলে জব্দ পাকিস্তানের মুজফফরাবাদ। ভারতের ছাড়া জলে ফুঁসছে ঝিলম, প্রমাদ গুনছে পাকিস্তানের মুজফফরাবাদ। পাকিস্তানের মুজফফরাবাদে ওয়াটার ইমারজেন্সি জারি। সিন্ধু চুক্তি স্থগিতের পর এবার ঝিলমের জলে জব্দ সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান।