ABP Ananda Live: সকলে পাক রেঞ্জার্স কোনও জবাব না দিলেও, দুপুরে হল ফ্ল্যাগ মিটিং। তবে পাকিস্তানের তরফে এখনও ইতিবাচক কোনও সাড়া মেলেনি। ঘরে ফেরেননি পাকিস্তানের হাতে আটক বাঙালি বিএসএফ জওয়ান রিষড়ার পুনমকুমার সাউ। ছেলের পথ চেয়ে বাবা-মা। স্বামীর অপেক্ষায় রাত জাগছেন অন্তঃসত্ত্বা স্ত্রী।
'ভোলেবাবার জায়গা, মৃত্যুভয় নেই', পহেলগাঁও হামলার স্মৃতি ভুলে সেই রুটেই অমরনাথ যেতে চান তীর্থযাত্রীরা
পহেলগাঁওয়ে বেছে বেছে পঁচিশ জন হিন্দু পর্যটকদের খুন করেছে জঙ্গিরা। তাতেও তীর্থযাত্রীদের মনোবল ভাঙেনি। আসন্ন অমরনাথ যাত্রায় অংশ নিতে তুঙ্গে উৎসাহ।সূত্রের খবর, জম্মু ও কাশ্মীর ব্য়াঙ্কের বিবাদী বাগ ও মল্লিক বাজার শাখা মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় দেড় হাজার পুণ্য়ার্থী অমরনাথ যাওয়ার পারমিট পেয়েছেন। তীর্থযাত্রীরা বলছেন, 'ওটা হিন্দুদের জায়গা। ভোলেবাবার জায়গা। জীবন মৃত্য়ুর ভয় নেই। আরও যাব।'