ABP Ananda Live: পহেলগাঁওয়ে হিন্দু-নিধন, এক সন্দেহভাজন জঙ্গি আটক। বান্দিপোরা থেকে ইজাদ আহমেদ নাম একজন আটক। হেলগাঁও সন্ত্রাসে সন্দেহভাজন অভিযুক্ত লস্কর জঙ্গির উড়ল বাড়ি। লস্কর ই তৈবার জঙ্গি আদিল ঠোকার আদিল গুড়ি নামেও পরিচিত। কাশ্মীরের ঘটনার প্রত্যাঘাত। কুলগামে বিস্ফোরণে উড়ল লস্কর জঙ্গির বাড়ি।
সপ্তাহান্তেই আবহাওয়ার বড় বদল, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা! আপনার জেলা তালিকায় রয়েছে?
চূড়ান্ত গরম, সঙ্গে অস্বস্তিকর আর্দ্রতা, দক্ষিণবঙ্গ কার্যত অতিষ্ঠ হয়ে উঠেছে গরমে। কবে এই অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি, এই প্রশ্নই এখন ঘুরছে সবার মনে। আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহে তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। কয়েকটি জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। তবে শোনা যাচ্ছে, আগামীকাল থেকেই বদলাবে আবহাওয়া। শনিবার থেকে বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট।