ABP Ananda Live: পহেলগাঁওয়ে বেছে বেছে পঁচিশ জন হিন্দু পর্যটকদের খুন করেছে জঙ্গিরা। তাতেও তীর্থযাত্রীদের মনোবল ভাঙেনি। আসন্ন অমরনাথ যাত্রায় অংশ নিতে তুঙ্গে উৎসাহ।সূত্রের খবর, জম্মু ও কাশ্মীর ব্য়াঙ্কের বিবাদী বাগ ও মল্লিক বাজার শাখা মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় দেড় হাজার পুণ্য়ার্থী অমরনাথ যাওয়ার পারমিট পেয়েছেন। তীর্থযাত্রীরা বলছেন, 'ওটা হিন্দুদের জায়গা। ভোলেবাবার জায়গা। জীবন মৃত্য়ুর ভয় নেই। আরও যাব।' পহেলগাঁও হামলা নিয়ে তোলপাড়ের মধ্যে রাজস্থানের এক পর্যটকের মুখে শোনা গেল চাঞ্চল্যকর দাবি। কাশ্মীর ফেরত ওই মহিলার দাবি, বেড়াতে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয়েছে পহেলগাঁও হামলাকারীদের মধ্যে অন্যতম এক জঙ্গির। সন্দেহ হওয়ায় স্বামীকে মোবাইল ক্যামেরায় সন্দেহভাজনের ছবিও তুলে নিতে বলেন ওই পর্যটক। পহেলগাঁওয়ে নিরীহ হিন্দু পর্যটক নিধন, প্রত্যাঘাতের পথে ভারত। জয়পুর: থর মরুভূমিতে পাক সীমান্তের কাছে সপ্তশক্তি কমান্ডের মহড়া।