¡Sorpréndeme!

Kashmir News : প্রত্য়াঘাতের প্রস্তুতির মধ্য়েই বিস্ফোরণে উড়ল পহেলগাঁওয়ে হামলাকারী দুই জঙ্গির বাড়ি

2025-04-26 2 Dailymotion

ABP Ananda LIVE : প্রত্য়াঘাতের প্রস্তুতির মধ্য়েই, অনন্তনাগ ও পুলওয়ামায় বিস্ফোরণে উড়ল, পহেলগাঁওয়ে হামলাকারী দুই জঙ্গির বাড়ি। গোয়েন্দাদের অনুমান, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড আদিল গুরি। হামলার তিনদিন পরও এখনও অবধি আদিল ধরা না পড়লেও, বিজবেহেরায় বৃহস্পতিবার নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে তার বাড়ি। হামলাকারী জঙ্গিদের মধ্যে আদিলের পাশপাশি রয়েছে পুলওয়ামার ত্রালের বাসিন্দা আসিফ শেখ। বৃহস্পতিবার রাতে আসিফ শেখের বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনী। তল্লাশি চলাকালীনই তাদের নজরে আসে যে বাড়িতে সন্দেহজনক কিছু মজুত করা রয়েছে। সেনাবাহিনীকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে, এটা আশঙ্কা করেই তড়িঘড়ি সেনারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। বাড়ি থেকে বেরোতেই বিস্ফোরণ হয়।