ABP Ananda LIVE : পহেলগাঁও হামলার ৭২ ঘণ্টার মধ্য়ে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। বান্দিপোরায় সেনা অভিযানে খতম লস্কর জঙ্গি আলতাফ লাল্লি। পহেলগাঁওয়ে হামলার পর উপত্য়কাজুড়ে জঙ্গি নিকেশ অভিযানে মৃত্য়ু হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর প্য়ারা কমান্ডো ঝণ্টু আলি শেখের। তার ২৪ ঘণ্টার মধ্য়ে বান্দিপোরায় লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডারকে গুলি করে মারল নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে জখম হয়েছেন দুই সেনা জওয়ানও।