¡Sorpréndeme!

Kashmir News: কাশ্মীরে ভয়াবহ হামলা, জঙ্গিদের চরম হুঁশিয়ারি মোদির

2025-04-25 0 Dailymotion

ABP Ananda Live: সিন্ধু জলচুক্তি স্থগিত থেকে পাক নাগরিকদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত। পহেলগাঁওয়ে হত্য়ালীলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্ট্রাইক অব্যাহত রাখল ভারত। সূত্রের খবর, ভারতে আসা পাক নাগরিকদের জানিয়ে দেওয়া হয়েছে আগামী রবিবার পর্যন্ত তাঁদের ভিসার মেয়াদ থাকবে। এবং যাঁরা মেডিক্যাল ভিসায় এসেছেন, তাঁদের ভিসার মেয়াদ থাকবে ২৯ এপ্রিল পর্যন্ত। অন্যদিকে বুধবার রাতেই দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের অন্যতম শীর্ষ কূটনীতিককে তলব করা হয়। সূত্রের দাবি, তাঁকে 'পার্সোনা নন গ্রাটা' অর্থাৎ অবাঞ্ছিত ঘোষণা করার নোট হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, বৃহস্পতিবার সকাল থেকে ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের সরকারি এক্স অ্যাকাউন্ট। প্রতিবেশী রাষ্ট্রকে আরও চাপে রাখতে, আজ সাউথ ব্লকে প্রায় দুই ডজন দেশের রাষ্ট্রদূতদের ডেকে গোটা ঘটনা সম্পর্কে জানানো হল। অন্যদিকে ভারতের জন্য নিজেদের এয়ারস্পেস বন্ধ করেছে পাকিস্তান।