ABP Ananda Live: পহেলগাঁও সন্ত্রাসে সন্দেহভাজন অভিযুক্ত লস্কর জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল। বৈসরণে নিরীহ ২৬ জনকে খুনের ঘটনায় অভিযুক্ত আদিল ঠোকরের বাড়ি মিশিয়ে দেওয়া হল মাটিতে।লস্কর ই তৈবার জঙ্গি আদিল ঠোকর আদিল গুরি নামেও পরিচিত। পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল আদিল। গত বছর জম্মু-কাশ্মীরে ফিরে আসে সে। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার তদন্তে নেমে প্রথমে পর্যটকদের সঙ্গে কথা বলে সন্দেহভাজনের স্কেচ আঁকায়। তারপর তা প্রকাশ করে জম্মু কাশ্মীর পুলিশ। যাঁদের ছবি প্রকাশ করা হয়, তাঁদের নাম আসিফ ফৌজি, সুলেমান শা এবং আবু তালহার । সূত্রের খবর, পর্যটকদের ওপর গুলি চালায় এই ৪ জঙ্গি।আরও ৩ জঙ্গি পরিস্থিতির ওপর নজর রাখে।