ABP Ananda LIVE : FIIT-JEE-র বিভিন্ন কেন্দ্রে হানা ইডির। IIT প্রবেশিকার প্রশিক্ষণ কেন্দ্রে ইডির তল্লাশি। দিল্লি, নয়ডা, গুরুগ্রামের ৮ জায়গায় তল্লাশি। উত্তরপ্রদেশ ও দিল্লিতে দায়ের হওয়া একাধিক FIR-এর প্রেক্ষিতে তল্লাশি। চলতি বছরের জানুয়ারিতে কোনও নোটিস ছাড়াই বন্ধ হয়ে যায় FIIT-JEE-র একাধিক সেন্টার। আগাম টাকা নিয়ে ভর্তির পর প্রশিক্ষণ কেন্দ্র বন্ধের অভিযোগ।