ABP Ananda Live; কাশ্মীরে বেছে বেছে হিন্দু নিধন। কল্পনাতীত সাজার হুঙ্কার প্রধানমন্ত্রীর। হামলাকারী ও ষড়যন্ত্রকারীরা কল্পনাও করতে পারবে না, তাদের কী শাস্তি হতে চলেছে: মোদি। জঙ্গি হামলায় মৃত্যু উপত্যকা পহেলগাঁও। ভূস্বর্গ থেকে দলে দলে ফিরে যাচ্ছেন পর্যটকরা। ২৬ জনকে যেখানে গুলি করে মারা হয়েছে, সেই ছবির মতো সুন্দর বৈসরন উপত্যকা শুনশান। পহেলগাঁওজুড়ে শুধু ভারী বুটের শব্দ। টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। রাস্তায় CRPF-এর চেকিং পয়েন্টে চলছে নজরদারি। প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি চলছে, পরীক্ষা করা হচ্ছে নথি। দোকানপাট বন্ধ। পর্যটনের হাত ধরে ঘুরে দাঁড়ানোর কথা ভেবেছিলেন কাশ্মীরের বাসিন্দারা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এবার তাঁদের রুজি-রোজগারে টান পড়ার আশঙ্কা। সব মিলিয়ে মন ভাল নেই ভূস্বর্গের বাসিন্দাদের।