¡Sorpréndeme!

Swastika Mukherjee: প্রতিবাদ করেছি বলে হাত থেকে কাজ চলে গিয়েছে: স্বস্তিকা মুখোপাধ্যায়

2025-04-24 1 Dailymotion

ABP Ananda Live: আরজি কর আন্দোলনের সময় তিনি একেবারে প্রথমের সারিতে ছিলেন। টলিউডের আভ্যন্তরীণ বিষয় থেকে শুরু করে সমসাময়িক সমস্ত বিষয়েই নিজের মনের কথা স্পষ্টভাবেই বলতে পারেন তিনি। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'দুর্গাপুর জংশন'। আর তার আগে এসেই টলিউডে কাজের পরিস্থিতি ও পরিবেশ নিয়ে কথা বললেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। ছবিতে স্বস্তিকার মুখে শিরদাঁড়া বিক্রির কথা শোনা গিয়েছে। টলিউডে বেশি কাজ পেতে গেলে কি শিরদাঁড়া বিক্রি করতে হয়? স্বস্তিকা বলছেন, 'শিরদাঁড়া হয়তো বিক্রি করতে হয় না, তবে আপস করতে হয়। শারীরিক ভাবে আপোষ করার মতো পরিস্থিতি এখন অনেক অনেক কমে গিয়েছে। 'মি টু'-র পরে মেয়েরাও সচেতন হয়েছেন আরো। টলিউডে এই নিয়ে অনেক কাজ হচ্ছে। এমন ঘটনা তো এখনও অনেক শোনা যায় যে কাজ পাইয়ে দেওয়ার নাম করে প্রেম করেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। তবে যে সমস্ত পুরুষ মানুষেরা এটা করছে, সেটা যেমন অন্যায়, এত তাড়াতাড়ি কথাগুলোকে বিশ্বাস করে ফেলাটাও বোকামো। আমায় যদি কেউ বলেন, ওমুকের অফিসে যা, ও তোকে একটা বড় ব্রেক দেবে। আমি কিছু না জেনে শুনেই কি তাঁর অফিসে চলে যাব?  মেয়ে হিসেবে সবটা জানা তো আমার নিজের প্রতি নিজের কর্তব্য। আমায় যদি নিজের নিরাপত্তা রক্ষা করতে হয়, আমাকেও তো সতর্ক থাকতে হবে। বুঝতে হবে আমি মোহে তলিয়ে যাব নাকি আমার নিরাপত্তাকে গুরুত্ব দেব?'