ABP Ananda Live: কেউ অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। কারও আবার পহেলগাঁও যাওয়াই ক্যানসেল হয়ে গেছে। মঙ্গলবার ভূস্বর্গে জঙ্গি হামলার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পর্যটনে। ইতিমধ্যে আটকে পড়েছেন বহু বাঙালি পর্যটক। তাদের মধ্যে মানিকতলার ২৬ জনের একটা টিম রয়েছে যারা গতকাল ঘটনা ঘটার কয়েক ঘণ্টা আগেই পহেলগাঁও থেকে ফিরেছিলেন। তারপরেই ঘটে যায় জঙ্গি হামলার ঘটনা। আর হালিশহরের ১৭ জনের আরেকটি টিম রয়েছে যাদের আজ পহেলগাঁও যাওয়ার কথা থাকলেও, তা ক্যানসেল করে দেওয়া হয়েছে। অন্যদিকে আতঙ্কে অনেকেই কাশ্মীর ট্যুর বাতিল করে দিয়েছেন। : জঙ্গি হামলায় মৃত্যু উপত্যকা পহেলগাঁও। ভূস্বর্গ থেকে দলে দলে ফিরে যাচ্ছেন পর্যটকরা। ২৬ জনকে যেখানে গুলি করে মারা হয়েছে, সেই ছবির মতো সুন্দর বৈসরন উপত্যকা শুনশান। পহেলগাঁওজুড়ে শুধু ভারী বুটের শব্দ। টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী।